Chobi-Wala

ছবি ওলা | Chobi Wala

ছবি ওলা
শুভজিৎ বন্দোপাধ্যায়

পালিয়ে বেড়ানো মন,
খুঁজে ফেরে অবসর।
জীবন মানে না
পিছুটান যতো
করে শুধু টানাটানি।

কন্যা বেড়ে ওঠার সাথে
বাড়ে বুকের অস্থিরতা।
ছেড়ে দিতে হবে একদিন,
তাই আগাম যন্ত্রনা প্রতিদিন,
দিনে দিনে যায় বেড়ে।

খোকার কষ্ট মায়ের বুকে ও বাজে।
শুরু হয়ে যায় কষ্ট নেওয়ার
প্রানান্তকর কষ্ট দেওয়ার খেলা।
বেশ কিছুদিন, তার পর খেলা শেষ!
গঙ্গার জল চোখের জলেতে মেশে,
শোক, দুঃখের প্রাথমিক পাঠ
মায়ের কাছে ই মেলে
জীবন এগিয়ে চলে।

এবারে কি অবসর!
পালিয়ে গিয়েও যায় না পালানো,
কিছু স্মৃতি, কিছু ছবি নিয়ে চলে
স্মৃতি বিস্মৃতি খেলা।
মন টা একটু শান্ত হয়েছে
স্মৃতি তে গিয়েছে শোক
এসেছে এবার কন্যাদানের পালা।
হৃদয়ের চার কুঠুরী র থেকে
দুটি ঘর হল খালি..
দাও অবসর,এবারে নাহয় চলি।
কোথায় যাচ্ছ গোলাম হোসেন?
পথ আরও আছে বাকি।
জীবনের কথা বলবে না তুমি
এমন টা হয় নাকি?

মায়ের মত ই কাছে টেনে রাখে
ফোন করে সকালে বিকালে,
রেঁধে বেড়ে দেয়,
রাত বিরেতের আপদে বিপদে,
রাগারাগি যত মান অভিমানে
জীবনের বহু চাপ শুষে নিয়ে
রাজরোগে রুগী রাজরানী দিদি
অসুস্থ তবু হাসিয়ে মাতিয়ে
রেখেছিল কিছু দিন।

ছিল মনে ভয় প্রতিদিন
কি হবে কি হয়…
অবশেষে এক অক্ষ্যয় রাতে
সেই ভয় শেষ হলো,
হৃদয়ের ঘরে তৃতীয় কুঠুরী
গঙ্গার জলে ধুলো।

যত ছবি ছিল মনের আকাশে
স্মৃতি হয়ে ফিরে এলো
গোলাম হোসেন তবু হেসে বলে
ছবি ওলা ছবি তোলো।

চাকরি মানে কি শুধুই বেতন?
সহকর্মীরা কিছু নয়!
তাই যদি হতো,
বিদায়ের দিনে
কেন এত হাসি হৈ হুল্লোড়,
সেলফির স্রোত,
না কাঁদার এক সেলফিশ অভিনয়!

অবসর এল চাকরী জীবনে,
জীবনের থেকে নয়।
কতো কাজ আছে,
আরও কত ছবি
জীবনের বহু কথা আছে বাকি
ক্যামেরার চোখে গভীরের দেখা
বিশ্ব ভ্রমণ পিপাসুর মনে
পথ চলা আর ও রয়েগেছে বাকি!

একটু সময় সময়ের কাছে চাই।
তার পর সব দায় ভার ফেলে
গোলাম হোসেন হাতে হাত ধরে
হাসতে হাসতে ছবির জগতে
ছবি নিয়ে দেবো পাড়ি।
রাত্রি বেড়েছে শুনসান পথে
পাকা চুল ঘাড়ে ক্যামেরা ঝুলিয়ে
ছবি ওলা হয়ে জীবনের মাঝে
হৃদয়ের বাকি ঘর টুকু নিয়ে
জীবনের ছবি তুলি,
চোখ ই আমার তুলি।

2 thoughts on “ছবি ওলা | Chobi Wala”

Comments are closed.