Momdi

মোমের আলো নিভলো যখন | Mom Di

মোমের আলো নিভলো যখন…

ফোন,ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে একটা Contact কমলো।
একটা বাড়ির দরজায় আমার কড়া নাড়া বন্ধ হলো।
দুটি ছোট ছোট হৃদয় চিরদিনের জন্য তাদের এক ভালোবাসার ও আশীর্বাদের মানুষ কে হারালো।
বাবা তার সন্তান কে হারালো।
ভাই তার দিদি কে।
সন্তান তার মা কে।
আরও অনেকের অনেক কিছুই হারিয়ে গেল অখ্যয়তৃতীয়ার সন্ধ্যায়।
তবু বলি ,
তোমার মহাবিশ্ব প্রভু হারায় না তো কিছু।

মম দিদি আছে মনে।
জানুয়ারীর ২১ বা ২২ শে মম দিদি র বিয়ে হয়েছিল।
পরদিন শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমাদের বাড়িতে ঠাকুমাকে অর্থাৎ মোমদি তার দিদিমাকে প্রনাম করতে এসেছিল জোড়ে।
যেমন সুন্দর জামাইবাবু তেমনি আমাদের মমদিদি।
যেন রাজা-রাণী।
সবাই বলেছিল এতসুন্দর জুটি দেখা যায় না।
বেশী সুন্দর জিনিষ যে বেশি দিন রাখাও সহজ নয় সে বয়সে তা বুঝিনি।
মোমের স্নৃগ্ধ আলো নিভে গেল অনেক অনেক গুলো হৃদয় কে অন্ধকার করে দিয়ে।
আমরা স্বার্থপরের মত আঁকড়ে রাখতে চাইলে কি হবে তার যে শেষ সময়ের প্রতিটি মূহুর্ত বেঁচে থাকতে কতকষ্ট সইতে হয়েছে তার হিসাব কেবলমাত্র তার কাছের মানুষ আর পরমপিতার পক্ষে ই জানা সম্ভব।
তাই বোধহয় তিনি কষ্টের লাঘব করলেন।
মা মেয়ে কে মিলিয়ে দিলেন অসীমের মাঝে।
আনন্দ শুধু আনন্দ।
আমার তরফ থেকে গাছের কয়েকটি বেলফুল আর কয়েকফোঁটা চোখের জল তার শেষ যাত্রায় রেখে এলাম নিশুতি রাতে, নিয়ন আলোর নীচে।

@ মোহন