Desire

সাধ | Desire

সাধ
শুভজিৎ বন্দোপাধ্যায়

আমরা সবাই বাঁচতেই ভালবাসি।
তবু, আমি আমার মতো,
কিম্বা তুমি তোমার মতো করে নয়।
সব কিছুতেই সে বা তাহাদের
ছায়াময় আধিপত্য।
তা হোক, তবুও বাঁচতেই ভালবাসি,
নিজের মতো, নতুন করে
প্রতিটি সকালের শুরুতে।

একটা চতুষ্পদের জীবন
যে স্বাধীনতাটুকু পায়
আমরা তা থেকেও বঞ্চিত প্রতিদিন।
তবু বলি, তবু ভাবি মনে মনে
আমরা কতো স্বাধীন!
এ কি অদ্ভুত উপহাস!!
থেঁতো জীবনের তেতো মুখে নিয়ে
ভাবি কি মিষ্টি স্বাদ!!

আম আদমির জীবন যাপন
শুধু স্বপ্ন, আস্বাস ও বিস্বাদ বিশ্বাস!
তবু ও আমরা ভীষন রকম
ভয়ানক ভাবে বাঁচতেই ভালোবাসি।
সব কিছু ভুলে স্বপ্ন কে নিয়ে
কিছু জেনে বুঝে বাকিটা মানিয়ে
টিকে থাকাটাই ভালো থাকা মেনে
বাঁচতেই ভালবাসি।

বেখাপ্পা কিছু শব্দের মায়াজালে
আমাদের এই প্রতিদিন পথচলা।
গনতন্ত্র, স্বাধীনতা,আইন, বিচার
মগজের ঘরে পুরাতন আসবাব।
কোন দিন কোন কালে লাগবে কাজে
এ ভেবেই মাথা ভরে জমেছে জন্জাল।
ফেলবো ভেবেও নেইনি ঝুঁকি
যদি কোনো কাজে লাগে!

অদ্ভুত যতো সোনার পাথর বাটি
মাথার দুপাশে সাজিয়ে রেখেছি
প্রতিদিন দিনশেষে, রাতটুকু যাতে
কাটে স্বপ্নেতে ঘুম হয় শান্তিতে।
প্রতিরাতে মরে প্রতিদিন ভোরে
স্বপ্নের ফেরিওয়ালা,শুরু করে পথচলা।
আমরাও চলি, চলতেই ভালবাসি
শিয়রে মরণ, তবুও কেবল বাঁচতেই ভালোবাসি।

2 thoughts on “সাধ | Desire”

Comments are closed.