শব্দ নিঃশব্দে
শুভজিৎ বন্দোপাধ্যায়
একটু নীরবতার অপেক্ষা
অনেক দিন অনেক টা সময়…
শুধুমাত্র একটু
নিটোল নিস্তব্ধ নীরবতা!!
গলিত লাভার মত
অনর্গল শব্দের স্রোত
রক্ত গরম করে ছুটে চলে,
মাঠ,ঘাট জনপদ জ্বলেপুড়ে ছারখার!
তবু শব্দ ছুটে চলে দিনে রাতে
সমস্ত বাঁধন ছিঁড়ে ও ছাড়িয়ে…
আমি থাকি নীরবে
নীরবতার অপেক্ষায় একদম ভোরে,
ঝিঁঝিঁ পোকা হটাৎ চুপ হলে..
অথবা মাঝ দুপুরে
ঘুঘু ডাক থেমে গেলে!
নীরবতা রামধনু হয়!!
একটু নিস্তব্ধ নীরবতা!
এত শব্দ কুচকাওয়াজ করে,
এত স্বপ্ন শব্দ হয়ে ঝরে,
শত মিথ্যা শব্দের ভিতরে..
শুনে শুনে কানেরা’ও কখনো চোখ বন্ধ করে।
অনর্গল গলগল করে
শিরা কাটা কালো রক্ত
মিথ্যার সময়ে ঝরে পড়ে,
টপটপ, ঝরঝর করে।
সময় অপেক্ষা করে
নিস্তব্ধ সীমাহীন নীরবতা ঘিরে।
অসাধারন । সাবাস ।
ধন্যবাদ