Mone mone

মনে মনে | Monae Monae

মনে মনে
শুভজিৎ বন্দোপাধ্যায়

নিশ্চয়ই মনে কর মনে মনে কখনও।
দামি জামদানী হয়ে,
যত্নের কুঠুরীতে
সুগন্ধী গা’এ মেখে
রয়েগেছে সে আবেগ, অনুভূতি
কতশত ভালবাসা মাখানো।

আমিও ভাবিনি তুমি ও বলোনি,
শুধু পাশাপাশি চলা..কিছু পথ
কিছু দূর চলাচলে কেন যে হঠাৎ
ছায়াপথ হয়ে যায় সে কারণ খুঁজিনি!
স্বপ্নে ভেসেছে মন আলোছায়া দোলাচলে
চুপ করে চুপিচুপি সরে যাওয়া বোঝেনি।

নীরবতা, অবসাদ সবকিছু পেরিয়ে
কে আগে বলবে কথা, আবেগের বশে,
জীবন টা বয়ে যায় অকারণ শুধু,
দিনে রাতে এ হিসেব কষে!!
মেলেনা উত্তর আর ফেরেনা সময়,
হয়না তো হাতে হাত রাখা!

না ভুলেও ভুলে গিয়ে,
না খুঁজে হারিয়ে ফেলে,
উদাস বাউল মন
একতারা ছাড়া গান গেয়ে যাক।
জীবনের কিছু কথা বলব বলছি করে
সাবধানী জীবন টা এভাবেই কেটে যাক্!

লাল পলাশের নীচে পা’এ হাঁটা ফুটপাতে,
স্মৃতি শুধু মনে মনে বাঁচে হায়!
জীবনের ছন্দটা একবার ভেঙে দেখা,
সে সাহস এ জীবনে স্বপ্নেতে রয়ে যায়।
ভালবাসা ভরা এই পৃথিবীটা
আজীবন মনে মনে মরে হায়!