Alone

১আ | Alone

১আ

শুভজিৎ বন্দোপাধ্যায়

আমাদের ছেলেবেলা,
লোডশেডিঙের সাথে লুকোচুরি খেলা।
সন্ধ্যা হলেই তার আসা,
হারিকেন,তেলভরা,কালিপড়া,
পেন ঝাড়া,নাক ঝাড়া
এভাবেই ফাঁকি দিয়ে
অল্প বিদ্যা আর অনেক টা মজা নিয়ে
দিনপার, পার আমাদের লেখাপড়া।

আমাদের স্কুলের জীবন।
পাঁচিল টপকে ফুটবল।
কাদা মেখে চান করে
হাঁটু কেটে চুপিসাড়ে
বাড়ি ফিরে সন্ধ্যায়
লেখা পড়া ভান করে,
চিমনি টা কালো করে
খেয়ে দেয়ে শুয়ে পড়ে
দিন গুলো মজা নিয়ে
পার হয়ে যেত নিশ্চয়।

এখন সবাই নেট এ,
সারাদিন কি যে ঘাটে,
খেলাধুলা মোবাইলে
কাদা মেখে মাঠে ছুটে
সেই ফুটবল আর নয়।
একা থাকা ,একা রাখা
একাএকা জীবনে’তে
এখন আর কেউ কারো নয়!!