ভালোবাসার খোঁজে
শুভজিৎ বন্দোপাধ্যায়”ভালোবাসা” কথা মুখে বললেও
আদপে আমরা ভালবাসি না তো কেউ।
বাসতে পারিনা,
শিখিনি, জানিনা ভাসতে,
তাই, বাসতে পারিনা ভালো করে ভালবাসতে
আমরা কেউ।
আদপে আমরা ভালবাসি না তো কেউ।
বাসতে পারিনা,
শিখিনি, জানিনা ভাসতে,
তাই, বাসতে পারিনা ভালো করে ভালবাসতে
আমরা কেউ।
ভালোবাসা শুধু দখলদারিতে,
ছিড়ে জড়ো করা আর মস্তানিতে,
আমার আমি কে পুঁথি পড়া জ্ঞানে বিচারে ব্যস্ত রোজ।
দেশের ভালোটা মাটি থেকে ওঠে
জল হয়ে মেশে, বাতাসে সে ভাসে
স্বাভাবিক গতি, সহজ সরল
কেউ তো রাখে না খোঁজ!
তবু, সকাল বিকেল ব্যস্ত সবাই,
ভালোবাসা চাই ভালোবাসা পাই,
সোম থেকে শনি করি টানাটানি
কার ভালো কতো জোর।
ভালোবাসা সে তে নিজের মতোই
বয়ে চলে রোজরোজ,
পাইনা যে তার খোঁজ!