মনপুরা
শুভজিৎ বন্দোপাধ্যায়
দূরে চলে গিয়ে ছুঁয়ে থাকা যায়
আগে কি কখনো জানতে?
সব ছাড়া, তবু ছাড়াছাড়ি নয়
একথা কখনো ভাবতে?
চোখের আড়ালে সরে গিয়ে তবু
বুকের ভিতরে রয়ে যায়,
অলস দুপুরে ঘুঘু ডাকা ঘুমে
মনে আলপিন ফুটে যায়!
কিছু কাজ যদি করে রাখা হয়
কিছু কথা থাকে বলা,
ভুলে রেখে আসো কিছু ভালোবাসা
যে পথেই ছিল চলা।
সহজে ভুলবে? হবেনা সহজ
স্মৃতি রবে টাচ্ স্কৃনে।
আইসক্রিম গাড়ি, পুরি, জিলিপি তে
মনের ঘরের কোনে!!