Torn shoe

ছেঁড়া জুতো | Chera Juto

ছেঁড়া জুতো
শুভজিৎ বন্দোপাধ্যায়

বরযাত্রীর বাস টা
ছাড়বে ঠিক পাঁচটা।
ব্যস্ত সবাই, হুড়োহুড়ি
করছে সবাই তাড়াতাড়ি।খোঁজে কেউ জুঁই মালা
বলে কে বা এ’কি জ্বালা
এখনো এলো না তারা
পুরোহিত নাপিত কে নিয়ে!!

আমি যে খেয়েছি গুঁতো,
একপাটি ছেড়া জুতা
“ছিড়ে গেল! কি যে করি”
স্কার্ট পরা সাজুগুজু হাতে।

সামনে দাঁড়িয়ে সে
খুন করা হাসি নিয়ে।
নিঃশব্দ উল্কাপাত,
আমার ই এ অশান্ত মনে’তে!

বিয়েবাড়ি, বাজছে সানাই,
বড় ছোট দেখছে সবাই!
আমি চলি জুতো হাতে,রোদে ঘামে
স্বপ্ন সে দুপুর কে বুকে ভরে রেখে।

এখনো রেখেছি ধরে
জীবনের সেরা সে সময়।
এত কাজ এতো চাপে
তবু সেটা ওয়েসিস মনে হয়।

আসা যাওয়া হলো কতো,
বনলতা, চারু থেকে
মেমসাহেবের কথা বলা।
তবু তো গেল’না ভোলা,
সে দুপুর, ছেঁড়া জুতো,

আর সেই জুঁই ফুল মালা।

2 thoughts on “ছেঁড়া জুতো | Chera Juto”

Comments are closed.