Abahela

অবহেলা | Abahela

        অবহেলা
    শুভজিৎ বন্দোপাধ্যায়

হত্যা না আত্মহত্যা!
সে বিচার হবে যবে সময় টা হবে।
টাকা কড়ি,মান,জশ কোনো কিছু
কম কিছু হলে তবু চলে….
মন দেওয়া নেওয়া নিয়ে
কম বেশি,ভাগাভাগি, সামঝোতা,
চলে নি, চলে না,চলবেও না
কোনো দিন কোন কালে।
চুপিচুপি সরে যাওয়া এ কথাই বলে!!

তবু কতো বয়ে চলা জীবনের দল,
ঝরে পড়ে প্রতিদিন প্রতিরাতে।
শিশিরের স্তব্ধতা বুকে নিয়ে,
হেরে যাওয়া ভালবাসা খেলা তে।
তবু খেলে বারবার হেরে যায় অকারণ যাদুতে।
পারবেনা পারবেনা এ হিসাব
কোন দিন ও মেলাতে।

এ দেহ কিভাবে আসে যায়..
হঠাৎ কখন কি পরিনতি!!
কার স্মৃতি হবে শুধু চটি এক পাটি
কার ছবি জুড়ে রবে ছড়ানো শুকনো কিছু রূটি!!
হত্যা না আত্মহত্যা !
সে হিসেব দেবে, কেউ আছে?
এ দেশ, সমাজ শুধু দেখে..
কালো কাপড়ের নীচে
আইনের চোখ বাঁধা আছে।

2 thoughts on “অবহেলা | Abahela”

Comments are closed.