Abarto

আবর্ত | Abarto

         আবর্ত
    শুভজিৎ বন্দোপাধ্যায়

মৃত্যুর হাতছানি,
তবু কিছু বদলায়নি!
হটাৎ স্তব্ধ অতিমারী ত্রাসে বিশ্ব,
মড়ক মিছিল উন্নত দেশে,
পৃথিবী টা আজ করোনা’র গ্রাসে,
তবু কাটমানি!
চাল,ডাল চিনি,
সোয়াবিন, আটা,
বেইমান ব্যাটা,
এত ঢাক ঢোল কাঁসর ঘন্টা,
বলে কি’না মোরা পাইনি?
দরজায় বসে যমরাজ হাসে,
তবু কিছু বদলায়নি।
আদপেই পাল্টায় নি।

3 thoughts on “আবর্ত | Abarto”

Comments are closed.