আবর্ত
শুভজিৎ বন্দোপাধ্যায়
মৃত্যুর হাতছানি,
তবু কিছু বদলায়নি!
হটাৎ স্তব্ধ অতিমারী ত্রাসে বিশ্ব,
মড়ক মিছিল উন্নত দেশে,
পৃথিবী টা আজ করোনা’র গ্রাসে,
তবু কাটমানি!
চাল,ডাল চিনি,
সোয়াবিন, আটা,
বেইমান ব্যাটা,
এত ঢাক ঢোল কাঁসর ঘন্টা,
বলে কি’না মোরা পাইনি?
দরজায় বসে যমরাজ হাসে,
তবু কিছু বদলায়নি।
আদপেই পাল্টায় নি।
Bah
Khub bhalo hoeche
Besh bhalo