Blue Sky

নীল আকাশ | Blue Sky

নীল আকাশ
শুভজিৎ বন্দোপাধ্যায়

আমাদের আকাশ আর পুরো নীল নেই
আমাদের নদী কুলুকুলু ধ্বনি দেয় না
আমাদের মাঠ হারিয়েছে আজ শহরে
আমাদের পাড়া, এলাকারা কথা বলে না।
স্বপ্নেরা আজ অতীতের সাথী হয়েছে
ভবিষ্যতের গল্প তো কেউ শোনে না
বর্তমান টা ধোঁয়ার মতো ই ধোঁয়াশা
মিডিয়ার কথা জনতার ভাল্লাগেনা।পথের শিশুরা রাতপরী দের সাথে
পিচের পথ টা ক্রিকেটের মাঠ বানিয়ে
একদিক থেকে সৌরভ ছোঁড়ে বল
প্লাইউড হাতে বিরাট যে ব্যাট ছাড়ে না।
মারামারি হয়, তাই দেখে মাঝরাতে
শচীনের বোন পাশ থেকে করে কান্না।
আমাদের আকাশ আজ আর নীল নেই
আমাদের নদী পাড় ভেঙে হয় বন্যা।