Bondi

বন্দী | Bondi

          বন্দী
শুভজিৎ বন্দোপাধ্যায়কেউ শখে পথে নামেনা’রে ভাই,
বন্দী থাকেনা সখ করে কেউ ঘরে।
যে চার দেয়ালে চৌদ্দ লোকের বাস
করবি তফাৎ কেমনে গজ ধরে?!
জীবন যেথা দুই কামরায়
হাজার স্কোয়ার ফিট!
নীচের বস্তি গায়েগায়ে ঘর
মধ্যে একখান্ ইট!

কারোর জন্য অন লাইন আর
নেট দুনিয়ায় ছাতা,
আমার ব্যালেন্স পাঁচশো সাতাস
দেখবে কি মোর খাতা?
নোটবন্দী, ঘরবন্দী কেমনে্ মানুষ বাঁচে!
গুগল মামা বলতে পারো-
এই ধুকপুকি টা বন্ধ হতে
আর ক’টা দিন আছে?

এ সভ্যতা অসভ্যদের,
ইতর,লোভী মিথ্যুকদের,
শহর জ্বালায় বিশ্ব পোড়ায়
এতেই স্বর্গ সুখ।
জ্বলছে জীবন, বিচার বুদ্ধি
বিশ্ব মরণ কূপ!