Definition change
শুভজিৎ বন্দোপাধ্যায়
অলস মনের অলীক কাব্য।
পড়তে একটু সময় লাগবে।
হাতে সময় আছে তো?
*******
সবাই সবসময় ইউটিউবে কিছু না কিছু আপলোড করছে।
নিজেরা নতুন নতুন চ্যানেল শুরু করছে।
বিভিন্ন ধরনের রান্না,ঘরসজ্জা, বেড়ানো, পোশাক পরিচ্ছদ, সাহিত্য এই সব কিছুই প্রতিমুহূর্তে নিত্যনতুন ভঙ্গিতে উপস্থিত।
এরপর পরিচিত মহলে অনুরোধ,”আমার পেজ টা লাইক আর শেয়ার কর”।
না করলেই ব্লক। নেটওয়ার্ক সম্পর্কের ফুল স্টপ।
কেউ আবার হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসার প্রস্তাব ও পাঠাচ্ছেন।
সেটা জীবন বীমা ও হতেপারে, আবার খাবারের হোম ডেলিভারি।
উচ্চবাচ্চ না করলে সেখানেও দু একদিন পর অবধারিত ব্লক।
দেব দেবীর ছবির সঙ্গে “শেয়ার করুন নচেৎ বিপদ” এমন ধরনের হুমকির পোস্ট ও থাকে।
এছাড়াও হাজারো নিত্যনতুন ফন্দিফিকির এই নেট মাধ্যমে ছড়িয়ে আছে ভূবন জুড়ে।
কে বলে করোনা আর লকডাউনে মানুষ কর্মহীন হয়ে গেছে?
মানুষ আরো ব্যস্ত হয়ে পড়েছে এই সময় নেটদুনিয়া কে সাথে নিয়ে।
পৃথিবীটা সাময়িক স্তব্ধ হয়েছে মানেই সভ্যতা থমকে গেছে তা মনে করার কোন কারণ নেই।
আমাদের এতদিনের প্রচলিত ধ্যানধারণায় আমূল পরিবর্তন এসেছে।
স্কুল, কলেজ,অফিস কাচারী মানেই দশটা পাঁচটা দৌড় আর নেই।
হাট বাজার মানেই লুঙ্গি তুলে ব্যাগ বগলে ভীড়ের মধ্যে গুতোগুতি আর নয়।
সিনেমা মানেই অন্ধকার হল কিম্বা লাইনে দাঁড়িয়ে হাউসফুল দেখে বিরস বদনে ফিরে আসা নয়।
২০২০ ক্রিকেট এসে যেমন বদলে দিয়েছে ক্রিকেটের মেজাজ ঠিক তেমনি ২০২০ সাল অতিমারী বিপর্যয়ের মধ্যে দিয়ে বদলে দিয়েছে মানুষের জীবন যাত্রা, আমাদের বেঁচে থাকার মাধ্যম, ভালো থাকার ডেফিনেশান।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্টে এন্ট্রান্স স্বাধীনতা উত্তর ভারতে এটাই ছিল লেখাপড়ার সোপান। এর উপর নির্ভর করে দেশজুড়ে গড়ে তোলা ব্যবসার ইমারত আজ নড়বড় করছে।
আগামী প্রজন্মের সন্তানদের আর হয়তো বাক্সপ্যটরা নিয়ে কোটায় ভর্তির জন্য দৌড়ঝাঁপ করতে হবে না। লেখাপড়ার ব্যবসায় এ কি ভয়ঙ্কর পরিবর্তন!
কর্মচারীদের মনোভাব এসেছে এক বিশাল পরিবর্তন। সবসময় উপর ওলার ভয়ে কাজ করা এবং কাজের অভিনয় করার বদলে কাজের দায়িত্ব নিতে শেখার অভ্যাস গড়ে দিয়েছে এই work from home culture.
অপরদিকে বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানী বুঝতে পারছেন তাদের প্রশাসন কতটা”মাথাভারী”
কোন কোন ডিপার্টমেন্ট এ কর্মচারী নিয়োগ প্রয়োজন আর অপ্রয়োজনীয় কোন দপ্তর।
করোনা অনেক অনেক শিক্ষা দিয়েছে। সভ্যতার, এবং মানবজাতির অহঙ্কার আজ ভূপাতিত।
এতদিন পর আবার নতুন করে শূন্য থেকে শুরু হচ্ছে সবকিছু।
মানুষ নামের অদ্ভুত জীবের দল উপায় ঠিক ই খুঁজে নেবে।
বন্ধ হবে একটা দরজা হাজার টা খুলে যাবে।
সভ্যতার এই ঘরবদলের মধ্যে দিয়ে সাফ হবে পুরানো দিনের অনেক বস্তাবন্দি সেকেলে ধ্যানধারনা।
খোলস ছেড়ে বেরিয়ে আসবে নতুন ও উন্নততর এক সভ্যতা আগামী প্রজন্মকে সাথে নিয়ে।
অপেক্ষা শুধু সময়ের।