Democracy

জনগনেশের গনতন্ত্র | Democracy

জনগনেশের গনতন্ত্র
শুভজিৎ বন্দোপাধ্যায়

বর্ষপূর্তি তে এসে আবারও করোনার থাবা প্রসারিত হচ্ছে দেশের বিভিন্নস্থানে ।
লোকাল ট্রেনের যাত্রী আর মোবাইল ফোন ব্যবহারকারীরা করোনা রোধের সচেতনতার বার্তা শুনতে শুনতে নাজেহাল, তবু প্রশাসন নাছোড়বান্দা।
কিন্তু এতো সাবধান বাণী, এতো সতর্ক বার্তা, সরকারী আমলা অথবা নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ কিম্বা রাজনৈতিক নেতা মন্ত্রীদের কানে কি পৌঁছায় না?

নির্বাচন গনতন্ত্রের সুরক্ষায় অত্যান্ত জরুরী কিন্তু নির্বাচন উপলক্ষে বিভিন্ন সভা, পথসভা, বিভিন্ন রাজ্যের থেকে নেতা মন্ত্রীদের আনাগোনা, হাজার হাজার সেনা,আধাসেনা’র আগমন এবং তাদের বিভিন্ন এলাকায় থাকা খাওয়ার ব্যবস্থা, তাদের রূটমার্চ করা এই সব কি বর্তমান করোনা আবহে করা সমিচীন?
মেডিক্যাল কাউন্সিল, WHO এর কর্মকর্তারা, দেশের বিখ্যাত ডাক্তার বাবু রা এই বিষয়ে কি বলেন?
মনে হয় আপাতত তাঁদের পরামর্শের কোন প্রয়োজন সরকারের নেই।
দেশজুড়ে নির্বাচন উৎসব শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সবাই চোখ বুজে থাকতেই বাধ্য থাকবেন।

যুগেযুগে নীরো’র মতো রোমান্টিক রোমান সম্রাটের দল পৃথিবীর আনাচে কানাচে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায় বলেই সাধারনের দূর্দশার অবসান আর কিছুতেই হয় না।
আমাদের সাধের বাহাত্তুরে গনতন্ত্র শক্তিশালী হতে থাকে দূর্বল জনতার কাঁধে চড়ে।