Dissonant

বেসুরো | Dissonant

বেসুরো
শুভজিৎ বন্দোপাধ্যায়

কবিতার ভাষা গুলো
কবিরা’ই বোঝে ভালো।
গদ্য গুলোও সব তেমনি।
রীতিমত চর্চা না থাকলে,
বাঙলাও বোঝা দুঃসাধ্য।
মনেহয় জাভা,
নাকি পাইথন ভাষা!
বেশ খটমটে আর ঝাপসা ঘোলাটে
আজকের সব ভালোবাসা,
আধুনিক ভাষা।

জ্বালানিটা নাগালের বাইরে,
কাঠ পাতা জ্বালা মানা
পরিবেশ কালো করে-
ওটা নাকি ভালো না।
শিক্ষা স্বাস্থ্য আর খাদ্য বাসস্থান,
সব ই আজ কোন এক কারণে
ধীরে ধীরে মাটি ছেড়ে অনেক টা উপরে…
গ্যাস বেলুনের মতো

এত গ্যাস খেয়েছে সে
মাটি ছুঁতে চায় না।
এমনকি মোবাইল ফোন টা,
ধীরে ধীরে বাড়ে তারও দাম টা।

পকেট টা হোক ফুটো
তবু কাঁচি চলবেই
বেঁচে থাকা যুদ্ধ টা
গরীবেরা করবেই।
চলছে সবাই তাই
চলবে ও সব ই তাই
লক্ষ্য টা কোন্ দিকে, জানিনা!

পৃথিবীটা নাকি গোল?
পাগলেও মানে না।