Eternal Wealth

কুবেরের রত্ন ভান্ডার | Eternal wealth

কুবেরের রত্ন ভান্ডার
শুভজিৎ বন্দোপাধ্যায়

পরমহংস দেব এবং শ্রীচৈতন্যদেব আজকের দিনে জন্মেছিলেন।
গতকাল আবার কবি জীবনানন্দ দাশের জন্মদিন ছিল।
এমন ভাবে ই বছরের প্রতিটি দিন ই আমাদের প্রিয় কোন না কোন মানুষের আবির্ভাবের দিন।
যে মানুষ যার কাছে যত বেশি প্রিয়, ভালবাসার অথবা কোন না কোন ভাবে আদর্শ সেই হৃদয়ে তার আসন ততটাই পাকাপোক্ত।
তার মানে কি সবাই আপনজন? আত্মীয়? রক্তের সাথে সম্পর্ক যুক্ত? অথবা রবীন্দ্রনাথ কিম্বা পরমহংস দেবের মতো কালজয়ী মহাপুরুষ?
তা কিন্তু নয়।
আমাদের সকলের মনে র গভীরে আরও একটি মন, একটা হৃদয় আছে যার ভিতরে সযত্নে আগলে রাখা থাকে এমন ই কিছু স্মৃতি, কিছু তারিখ, কারো জন্মদিন এমনকি কোন একটা কথা অথবা একটুকরো হাসি, হয়তোবা চোখের সামনে দিয়ে শুধুই চলে যাওয়ার দৃশ্য।
আমৃত্যু যা সঞ্চিত হয়েই থাকে মনের সেই বিশেষ মনিকোঠায়। কেউ জানেনা। কেউ সন্ধান পায় না কুবেরের সেই রত্নভান্ডারের।
টাকা পয়সা সোনার গয়না র থেকে ও অনেক অনেক বেশি দামী, একান্ত গোপনীয়, একদম নিজস্ব সেই খাজানা।
যার এই সন্চয় যত বেশি তার মন বাইরে তত ই নিস্তরঙ্গ। ঠিক কথা?
হয়তো বা!
সব কিছু তো বলা যাবে না, কারণ সবটা সবার জন্য নয়।
গোপন ও কথা টি থাক না গোপনে…

3 thoughts on “কুবেরের রত্ন ভান্ডার | Eternal wealth”

  1. ভালো, তবে আরেকটু বড় করে লিখলে ভালো হত। পড়া শুরু করতে করতে শেষ হয়ে গেল।

  2. বেশি কথা লিখতে গিয়ে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে।
    সাধু সাবধান।

Comments are closed.