Famous Businessman

বিখ্যাত ব্যবসায়ী | Famous businessman

বিখ্যাত ব্যবসায়ী
শুভজিৎ বন্দোপাধ্যায়

বিখ্যাত ব্যবসায়ী,
ছোটবেলার এক লেনদেনের খেলা।
দিল্লি, বোম্বাই, কলকাতা
এমনকি পোস্ট অফিস,রেল, হাসপাতাল
এই বেচে দেওয়া, নয়তো নতুন কেনা…
সে এক সময় কাটানো খেলার বেলা।

তখন ভাবতেও অবাক লাগতো!
আস্ত শহর ও বেচাকেনা হয়!
বিমান কিম্বা রেল ও?
ধুস্.. সত্যি ই এসব হয় না
এ তো নিছকই সময় কাটানো,
আদপে এগুলো কেনাকাটা করা যায় না!

এখন তো দেখি দিব্যি সে সব ও হয়!
পয়সা থাকে তো কিনে নাও,
যখন তখন যা পেতে চাও,
দরকার মতো দাও তাও বেচে,
অবশ্য যদি তার ঠিক আগে…
ইমান ধরম্ ঘোচে।

শহর নগর জনপথ শেষে
দেশ বেচা খেলা হবে,
নগরীর শেষে নাগরিকদেরও
পাল্লায় তোলা যাবে,
বৃটিশ বুদ্ধি স্বদেশীর ঘটে
পাকাপাকি ভাবে যাবে যবে বসে
কেনাকাটা সেরে দেতো হাঁসি হেঁসে
স্বদেশী বিদেশী হবে।

দাওয়াই বিহীন রোগের দোহাই,
পাঠশালা হীন পাঠে
ফসল ফলানো জমিজমা যত
ভরে যায় ইমারতে।
তরঙ্গ দিয়ে দুনিয়াটা ঘিরে
জাল বিছানোর কাজ শেষ করে
পৃথিবীটা হবে বিশ্ব বাজার
থ্যানোসের বিষ শ্বাসে।