Tax

ফিরিবার পথ নাই… | Firibar poth nai

ফিরিবার পথ নাই….
শুভজিৎ বন্দোপাধ্যায়

আমরা কোন কিছু কেনাকাটা করলে সরকার কে তার জন্য আমাদের ট্যাক্স দিতে হয়। তা সে চাল ডাল ই হোক বা জমি, বাড়ি।
সমস্ত সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত মানুষদের ইনকাম ট্যাক্স দিতে হয় একটা নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলেই।
এইসব বিভিন্ন ধরনের ট্যাক্স ই হলো সরকারের আয়ের অন্যতম বৃহৎ উৎস।
সরকার এই টাকা দিয়েই আমাদের দেশের প্রতিরক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত বিষয়ে খরচ করেন।
প্রতিবছরের বাজেট বরাদ্দ সেই হিসেবেই আগাম ঠিক করা হয়।
পুরো বিষয়টিই যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গনতান্ত্রিক ব্যবস্থার নিয়মানুযায়ী করা হয়।

দূর্ভাগ্য সাধারণ মানুষ কে এই বিষয়েও সঠিক ভাবে বোঝানো হয় না।
প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প, সবই রুপায়নের দায়িত্ব, হয় কেন্দ্রীয় সরকার নতুবা রাজ্য সরকারের বিভিন্ন কর বাবদ উপার্জন থেকেই।

কোন বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তির নিজস্ব অনুদান বা অর্থের বিনিময়ে নয়।
সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় তাদের গনতান্ত্রিক অধিকার হিসেবে সরকার বিভিন্ন ধরনের পরিসেবা দিতে দায়বদ্ধ।

উন্নত দেশগুলোর এই সুযোগ সুবিধা আমাদের দেশের তুলনায় অনেকগুণ বেশি। সেটা ও জেনে রাখা ভালো।
মোদ্দা কথা হলো আমাদের পরিসেবা আমাদের টাকাতে’ই দিয়ে থাকেন মহামান্য সরকার।
দূর্ভাগ্য আমাদের যে স্বাধীনতার এত বছর পর ও আমরা অনেকেই ঠিক মত জানিনা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এবং আমাদের সংবিধানিক অধিকার গুলো।
অন্যেরা ভুল বলুক, কিন্তু আপনি ভুল করবেন না।

মনে রাখবেন কোন দাদা, দিদির রোজগার অথবা দলের ফান্ডের একটা টাকাও এই সব প্রকল্পের কাজে দেওয়া হয় নি। কেউ দেয়নি।
যা কিছু হচ্ছে এবং হবে এ সব ই সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকায়, যে মানুষ গুলো
কোনো দাঙ্গা চায়না,উৎপাৎ চায় না, কেবলমাত্র একটু শান্তি তে ডাল ভাত খেয়ে জীবনধারণ করতে পারলেই খুশি।
কিন্তু সেখানেও পথ অবরোধ করে রেখেছে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং তাদের প্রবল জনদরদী মানসিকতা!! সবাই জনগণের সেবা করার জন্য পাগল। কিছুতেই এদের রুখতে পারছে না আমাদের আশিতিপর গনতন্ত্র, আইন কানুন আর সংবিধান।

মাঝেমধ্যে কি মনে হয় না গনতন্ত্রর মোড়কে এই এলাকাভিত্তিক একনায়কতন্ত্রর চেয়ে অনেক অনেক বেশী ভালো ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা?
যেখানে শাসন ও ছিল শোষণ ও ছিল।
এখন তো দেশ জুড়ে কেবলমাত্র সাধারণ মানুষ কে শোষণ!
দেওয়ালে পিঠ ঠেকে গেছে…অথচ পালাবার পথ ও অবশিষ্ট নেই!!