Birthday

জন্মদিন | Janmodin

         জন্মদিন
শুভজিৎ বন্দোপাধ্যায়জন্মদিনের দুটো বেলফুল
লাল গোলাপের কুড়ি..
কেক, চকলেট, স্টিকার লাগানো শুভেচ্ছা,
ভালোবাসা ভরা অনলাইনের সারি।

টাটকা ইলিশ, মটন কোরমা,
বাঙালীর শুধু খাওয়া।
কলকাতা গেল চন্ডীগড়েতে
তবু,বদল হলনা হাওয়া।

জামাই বাবাজী জমিয়ে রাঁধছে
ভালবাসা কারে কয়,
ছবিতে ছবিতে বাবা খুঁজে ফেরে
ভালবাসা নিশ্চয়।

মা এর মনের হদিস খুঁজবে
সে সময় কার ও আছে!
ব্যস্ত সময় ছুটে ছুটে যায়
স্মৃতি স্বপ্নেতে আসে।

সনু সনু ডাকে সরুসরু হাতে
ধান দূর্বা র ছোঁয়া,
হারিয়ে গেলেও ফুরোয় নি জেনো
সেরার সেরা সে পাওয়া।

দূরে আছো বলে ভুলে আছি নয়
আরও বেশি পড়ে মনে
যারা দূরে যায়, থাকে দূর দেশে
বোঝে এ কথার মানে।

2 thoughts on “জন্মদিন | Janmodin”

  1. হাড়ে হাড়ে বুঝি। প্রবাসে এখন প্রবাসি আমরা, দেশের গন্ধ খুঁজি।

Comments are closed.