কেউটে সাপ
শুভজিৎ বন্দোপাধ্যায়
হাতে মোবাইল থাকায় ছবি তোলা এখন জলভাত।
কথায় কথায় ছবি, কারণ অকারণে ছবি।
কিন্তু বিষধর কেউটের মুখোমুখি দাঁড়িয়ে ছবি তোলার হিম্মত লাগে।
সাধারনের কম্ম না।
আমাদের পাড়ায় ঢুকতেই বিশাল এক পুকুর আছে। তার নাম দয়ারাম। তার চারপাশে লোকজনের বসবাস ও যেমন বেড়েছে তেমনি বেড়েছে বর্ষা র জঙ্গল।
সেই দয়ারামের ভাঙা ঘাটের পাশে গতকাল সন্ধ্যায় এই বিষধরের সাথে হঠাৎ দেখা।
এমন মূহুর্ত কি ভোলা যায়!!
যদি কোন সহৃদয় ব্যক্তি সাপ ধরার লোকের সন্ধান দিতে পারেন তাহলে আমরাও বাঁচি সাপ টাও বাঁচে।
অনেক সময় উত্তেজনা বশে আমরা সাপ মেরে ফেলি বটে কিন্তু সাপের বিষ থেকেই যে সাপে কামড়ানোর ঔষধ তৈরি হয় সে কথা মাথায় রাখতে হবে।
দেখলে ভয় লাগে… আবার ভালো ও লাগে।
সুন্দরের সাথে ভয়ঙ্করের যেন এক অদ্ভূত মেলামেশা, নেশার মত।
তাই না?