Jonaki

খুঁজে ফেরে | Khunje fere

খুঁজে ফেরে

শুভজিৎ বন্দোপাধ্যায়

জোনাকির দল কাল ও এসেছিল
সন্ধ্যার ঠিক পরে,
যেমন টা আসে প্রতিদিন- দিনশেষে
ঘোরাঘুরি সেরে ওড়াউড়ি সেরে
নিজের আপন ঘরে,
সন্ধ্যা নামার পরে।

ছোটপাতা ওলা বড় মেহগনি
মাথার ভারে’তে ঝুঁকে,
হেলে পড়েছিল আমার ই উঠানে।
ছায়া দিত সেই পাতা ভরা মাথা
আশ্রয় ছিল কোকিল, শালিক
প্রজাপতি আর পোকামাকড়ের বুকে।

হঠাৎ হাওয়ার জোরালো আঘাতে
নড়ে গেল মেহগনি।
পড়ে গেল কত আম, নারকেল
পাড়া হলো মরুভূমি।
এক নিমিষেই হারালো কতো সে আনন্দ নিকেতন
ঝিঁঝিঁ,জোনাকির বুকের কষ্ট বোঝে আর কয়জন!

আজ ও তারা আসে, রোজ তারা আসে
খুঁজে ফেরে সেই বাসা,
আকাশ চূড়ায় পাতা ভরা ঘর
আলো আঁধারের ভাষা।
আকাশের বুকে জ্বলজ্বলে তারা,
জোনাকির আলো ম্লান।
সব হারিয়ে ও হারায় না তবু
জীবনেরই জয়গান।