কিস্যু হব না
শুভজিৎ বন্দোপাধ্যায়
পয়সা ছাড়া কিস্যু হব না।
একমুঠো ভাত
একটু ভালো কথা, নয়তো
ভালোবাসার অভিনয়।
বোমা মারা,পেটো বাঁধা
মূর্তি গড়া কিম্বা ভাঙা
পয়সা ছাড়া কিস্যু হব না।
সেক্স একটা সুসসুড়ি
ধর্ম আর ও একটা
নেশাও একখান সুসসুড়ি
রাজনৈতিক বচন বাজী- তাও।
নোট ছাড়া কোন খেলাই জমবো না,
কোন মস্তি হব না,
পয়সা ছাড়া কিস্যু হব না।
রোগের ভয়ে শিক্ষা বন্ধ,ভোট বন্ধ নয়,
মুটের আয় বন্ধ,পথ বন্ধ
কর্পোরেটের ধান্দা মন্দা নয়।
দালালিতেই লক্ষ্য লক্ষ
মেহনতী তে নয়,
খরচা বাড়বে আয় বাড়বে না,
বলি, পয়সা ছাড়া কিস্যু হব না।