Konishko

কনিষ্ক | Konishko

            কনিষ্ক
শুভজিৎ বন্দোপাধ্যায়

আমরা জানতাম, তোমরা পারবেনা।
তোমরাও জানতে ভালোই,
যে তোমরা পারবে না।
তবু কেউই ভাবিনি
গো হারাণ হার হবে
না আমরা না তোমরা!

খেলার আগে তো কতো আয়োজন
বিজ্ঞাপন, সাজুগুজু
কতরকম কসরত আর
ভবিষ্যতের স্বপ্ন!
তোমরা দেখাও আমরা দেখি,
তোমরা শোনাও আমরা শুনি।

এতো দেখাশোনা দিনরাত্তির জুড়ে
তাই চিন্তা ভাবনা অবকাশ ই পায় না।
সত্যি মিথ্যে গুলে ঘেঁটে একাকার,
দিন শেষে দেখি এত আয়োজন
হাকডাক আর হৈচৈ যতো
পুরো টাই বেকার!

এতো কোটি টাকা অনুদান এলো
খেলার আগেই সব উড়ে গেল!
তাই মাঠ জুড়ে শুধু “গোল চাই”
গোলের ই যে হাহাকার!
একটা মেসি বা একটা দিয়াগো
আজ ছিল দরকার, বড়ো দরকার!

তারা নেই দলে, তাই বলে বুঝি
ল্যাজে গোবরে তে একাকার!
নেহাৎই কি ছিল এই খেলাটার সামান্য দরকার!
ঘোলা জলে জাল ফেলে তাড়াতাড়ি
তুলে নাও যার যতটুকু দরকার,
লজ্জা না করে দাও করে সব ছারখার।