মা- দিবস
শুভজিৎ বন্দোপাধ্যায়
দিবস মানে কি ব্যথা দেওয়া শধু
যাদের জীবনে নেই?
দিবস মানে কি শুধু হৈচৈ
বারো মাসে এক দিন!!
প্রেমের দিবস, বাবার দিবস
মা’এর দিবস ও আছে।
তবু বিচ্ছেদ, বৃদ্ধ নিবাসে
শহরটা ভরে গেছে।
আজকের দিন, দেখানোর দিন
দেখার শখ টি গেছে!
নিজের নগ্ন শরীর, চিন্তা,
মহাকাশে রাখা আছে।
দিবস মানে কি জ্বালা দেওয়া শুধু
নিজেকে নিজের কাছে!
শিশু, শিক্ষক,ভাষা দিবসেরা
হুল্লোড়ে মেতে আছে।
আমোদে তে মেতে হৈচৈ নিয়ে
পূজা থেকে পার্বনে,
গভীরতা আর ভালোবাসা যত
লালসা নিয়েছে কিনে।
বেশ লিখেছ। নানান সব দিনের উৎসব দিয়ে মানুষের আসল শ্রদ্ধা ভালবাসা নিয়ে নিয়েছে। আর সত্যি ভাল লাগে না। কবিতা যে কত সত্যি হতে পারে……