Mann ki baat

মনের কথা | Mann ki baat

মনের কথা
শুভজিৎ বন্দোপাধ্যায়

শরীর কিম্বা মন অসুস্থ হলে আমরা অনেকেই ঘুমের মধ্যে আমাদের প্রিয় জনকে স্বপ্নে দেখি।
হয়তো আমাদের মা, বাবা,ভাই, বোন কিংবা অত্যন্ত ভালবাসার কোন এক মানুষ স্বপ্নের মধ্যে আমাদের বিছানার পাশে এসে দাঁড়ায়।
গভীর স্বপ্নের মধ্যে ই তার সঙ্গে কথা বলতে বলতে চলে যাই পুরানো স্মৃতি বিজড়িত দিন গুলো তে!
স্বপ্নের সেই মুহূর্তে একটি মন বলে, এ তো সত্যি নয়! এ তো সামান্য সময়ের মায়ার খেলা!
আরও একটি মন, যে আবেগের বশবর্তী, সে বলে হোকনা খেলা, তবু ও চলতে থাক না কিছুক্ষণ।
আরও কিছু টা সময়।
“স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা…
জাগিও না আমায় জাগিও না”

আমরা মুহূর্ত নিয়ে ই প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার লড়াই করি অথচ ভবিষ্যতের চিন্তা করতে করতে জীবনের প্রতিটি মুহূর্তকে অবহেলা করি নয়তো যথাযত গুরুত্বই দেই না।
কে জানে পরের মুহূর্তে আমি থাকবো কি থাকবো না, অর্থাৎ আমার এই শরীর টা, হৃদপিন্ড টা নড়াচড়া করবে কি না তবু ও আমি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ভীষন উদ্বিগ্ন!! ভগবানের কি অদ্ভুত লীলা। কেবল ই ভুলিয়ে রাখেন তাঁর কাছ থেকে।
যা কিছু নিত্য, পরম সত্য , চরম সত্য, তার থেকে বরাবরই আমাদের চোখে ঘুরিয়ে দেন অন্য কোথাও, অন্য কোন খানে!!
তাইতো আপাত সুখ আর প্রকৃত সুখের ব্যবধান ঘোচে না কিছুতেই!

চুল পড়া টাও যেমন একটা অসুখ ঠিক তেমনি সর্দিকাশি থেকে শুরু করে হালের করোনা সব ই অসুখ।
তবু দীর্ঘদিন ধরে চলতে থাকা কোন অসুখ আমাদের শরীর আর মন কে কষ্ট দেয়।
ঔষধপত্র সেই কষ্ট লাঘব করতে না পারলে জীবনে হতাশ এবং দুঃখ আসাও স্বাভাবিক,
কিন্তু রাজর্ষি র সেই বিখ্যাত উক্তি, ” দুঃখ যে পাপের ফল কে বললো, পূন্যের ফল ও তো হইতে পারে। কত পূন্যাত্মা আজীবন দুঃখ কষ্ট ভোগ করে গিয়েছেন”।
তাই কষ্টের সময় যদি ভাবতে পারি, এ আমার কোন ভালো কাজের দরুন পরমপিতার থেকে প্রাপ্ত পুরষ্কার, তবে নিশ্চিত মনঃকষ্ট কিছুটা অন্তত লাঘব হয়।
বাকিটা তাঁর উপর ছেড়ে দেওয়াই ভালো।
জীবনের কিছু টা সময়, কিছু কিছু ভালো কাজ, সকলের ভালোর জন্য নীরবে করে যাওয়া মনে হয় আরও ভালো।
কোন ব্যর্থতা, কোন হাহুতাশ, কোন দুশ্চিন্তা, মূহূর্তে র জন্য ও জীবনে আনন্দ আনে না। তবু আমরা সবসময় সেগুলো কেই আঁকড়ে বেঁচে থাকি! কি অদ্ভুত!
কেবলমাত্র একটা মূহুর্তে প্রভুর সাথে যোগাযোগ করতে পারলেই যে স্বর্গীয় আনন্দ উপলব্ধি হয় তার তুলনা নেই।
মন ও বাক্যের উর্ধ্বে সেই মুহূর্তে র আনন্দ সহস্রাধিক কষ্ট ভুলিয়ে দিতে পারে নিমেষে।
এই সব ই কিন্তু মনের খেলা। আমাদের মন সব কিছুই পারে। অনেক অসাধ্য সাধন সম্ভব কেবলমাত্র একাগ্রতার দ্বারা,কিন্তু বড় ছটফটে দুরন্ত এই মন টা কে বশে আনতে কষ্ট অনেক।

অন্যকে কব্জা করার জন্য, অন্যের জিনিস দখলের জন্য , দেশ জুড়ে বিশ্ব জুড়ে ধর্ম দিয়ে অর্থ দিয়ে,অস্ত্র দিয়ে কি বিপুল যুদ্ধের আয়োজন।
কিন্তু নিজের মন টা নিজের বশে রাখতে চেষ্টা এবং তার সাধনা কোথায়?
ভালো থাকতে হবে মনে, তাই মনের একাগ্রতার সাধনা মনে মনে করে গেলেই জীবনের বাকি সময় টা জুড়ে আনন্দ শুধু আনন্দ।