Kali-Maa

মাতৃবন্দনা | Matri Bondona

শুভজিৎ বন্দোপাধ্যায়

জয় মা

আজকে শুধু ই মা.. মা..

আর মায়ের প্রসাদ?

ছিঃ.. না না,

আমি… এ সব?

একদম ই না।

আজ এ দিনে

একটু ও না?

এ বাবা… এমন করে

কেউ বলে না।

লক্ষ্মী সোনা লক্ষী আমার

মায়ের প্রসাদ

না করে না।

থাক না…

না না..

…..

আর একটু  ভাই দে না..

 আর না।

এ’ মা তা  তো হয় না..

মায়ের প্রসাদ না বলে না 

যা ভাই নিয়ে আয় না!!

রাত বাড়লেই ভক্তি বাড়ে

অল্প তে আর সয় না!!

না না আর না

তা হবে না

না হবে না।

যা না এবার যা না

না না ।