মহাপ্রস্থান
শুভজিৎ বন্দোপাধ্যায়
কি ব্যাপার, কি হয়েছে?
কার হয়েছে করোনা?
কোন বাড়ি, কোন পাড়া?
চল্ চল্ দেখি কি ব্যাপার।
সাথে সাথে দলবল তৈরী।
হৈ চৈ আমাদের স্বভাবে,
লোকবলের অভাব টা হয় না।
কলিং বেলের শব্দ।
খোলা দরজার পাশে
দাঁড়িয়ে শুকনো মুখে
বছর দশের মেয়ে।
ক্লান্ত সে চোখ দুটি
খিদে আর ব্যথা নিয়ে
উদ্বেগ বুকে চেপে তাকিয়ে।
আমাদের ঘরে যেন না ছড়ায় করোনা।
মাস্ক লাগা, ঘরে থাক্
একদম বাইরে না,
তোরা কেউ একজন ও
একদম বের হবি না।
কি খাবি,কে দেবে,কোন কিছু দরকার
সেসব ভাবনা ভাবে সরকার।
কার হয়েছে করোনা
ছোট মেয়ে জানে না।
জানে না সে গ্যাস জ্বালা,
ভয় পায়,বাড়ি তে দু’দিন একলা,
মা বাবা কে গেছে নিয়ে
দিন দুই হয়ে গেছে
এখনো খবর কিছু এলো না।
যে আসে দরজা খোলে
খাবারের আশা নিয়ে
ফিরে আসে হতাশায়
সবাই শাসিয়ে যায়!
চেনা দাদা, চেনা কাকু,
মুখোশের আড়ালে তে
অচেনাই রয়ে যায়।
সবাই বাঁচতে চায়
সবাই থাকতে চায় ভালো।
বেঁচে থাকা লড়াইতে
টিকে থাকা লালসায়
প্রতিবেশী, আত্মীয়
আবেগ চোখের জল
সব মুছে ফেলো।
চোখ থেকে মন থেকে
সমাজের বুক থেকে
যা কিছু সুতোর টান,
টেনে ছিঁড়ে ফেলো।
সব কিছু ঝেড়ে ফেলে
সারমেয় সাথে নিয়ে
মহাপ্রস্থান পথে, একা তুমি চলো।
অসাধারণ