Nirdol

নির্দল | Nirdol

নির্দল
শুভজিৎ বন্দোপাধ্যায়

কল্কে হাতবদল হয় যখন
সে জাত পাতের রেওয়াত করে না।
পেগের পেয়ালাও তাই।
ভোটের মাঠে নামলে তবে
এতো জাতপাত কেন ভাই?

চুল্লু,চরশ,সিদ্ধি ভাঙেতে
দেওয়া নেওয়া ভালোবাসা,
এই দুনিয়াটা নেশার বন্ধু
নেশার রসেতে ঠাসা।

মাতাল, গাঁজাড়ু, পাতাখোর যত
চোর ছ্যাচোড়ের দল,
একজোট হয়ে এক নিমেষেতে
করে সব রসাতল।

নেশাতেই যত ভালবাসা আর
নেশা দিয়ে বিকিকিনি।
সাদামাটা গুলো নির্দল আর
নির্বোধ চিরদিন ই।

2 thoughts on “নির্দল | Nirdol”

  1. সুন্দর প্রচেষ্টা। এবার কবিতাতেও উৎকর্ষতা লক্ষ্য করা যাচ্ছে।

  2. ধন্যবাদ, কিন্তু নাম না লিখলে বুঝতে পারছি না মন্তব্য টি কার/

Comments are closed.