পাগলপারা
শুভজিৎ বন্দোপাধ্যায়
একটা কবিতা
অনেক কথা বলে…
অনেক গুলো বই
অনেক স্বপ্ন দেখায়
গাদাগাদা সিনেমা
হাবিজাবি কল্পনা।
এতকিছু পড়ে
এতকিছু জেনে
কতকিছু দেখে
তবু কেন একা!
আকাশে দলেদলে
মেঘেরা কথা বলে
জন অরণ্য বিষন্ন একা!
তুমি নেই তাই একা?
আকাশে তুমি আছো
বাতাসে ভেসে আছো
প্রানের মাঝে তুমি স্পন্দন,
তোমাকে খোঁজা নিয়ে
তোমাকে পাওয়া নিয়ে
দুনিয়া কেন করে ক্রন্দন!
শরীরের পাশে,
না, মনে র কাছে?
পাশাপাশি তবু
কাছাকাছি নয়!
চোখের আড়ালে
তবু মন জুড়ে!
দেখা দেখানোর
নিত্যের খেলা
গভীরতা হীন আড়ম্বর,
চলছে নিরন্তর।
জীবন মানে কি
লুকোচুরি খেলা?
খুঁজতে গিয়ে সময় শেষ,
তবু কেন কোন
মনে’র কোনে তে
রয়ে যায় তার ই
এতটুকু রেশ!
চোখের সীমানা
আলো দিয়ে টানা
মনের সীমা অশেষ।