শুভজিৎ বন্দোপাধ্যায়
বয়স আর প্রতিদিনের টানাটানি তে আমাদের ভালোবাসা, আবেগ গুলো সব জড়িয়ে টড়িয়ে গন্ডগোল হয়ে গেছে।
ইচ্ছে গুলো ও মারা পড়েছে তার সাথে সাথে।
সুতোর বান্ডিল টানাটানি করলে যেমন জড়িয়ে পেঁচিয়ে যায় অনেক টা ঠিক তেমনি।
আজকে সেই জট খোলার দিন।
আমাদের প্রাক্তন ৮৫ র পিকনিকের দিন।
এবার আমরা প্রায় কুড়ি জন বন্ধু এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক হলো বাটায় গঙ্গার ধারে। মোটামুটি জনা পঞ্চাশেক লোকজনের আয়োজন।
কার কথা বলবো কাকে বাদ দেব!!
সবাই কে নিয়ে সকাল টা শুরু করে কখন যে আবার বিকেলের পথে পা মেলালাম বুঝতে ই পারলাম না!!
জীবন টা মাঝে মাঝে খুব ছোট মনে হয়।
তখন সময় টা হয়ে যায় ভীষণ দামী।
বন্ধুদের বুকে জড়িয়ে ধরে কি দারুন সুখ অনুভব করি, কিন্তু জানি এটা সাময়িক। এই আনন্দ দীর্ঘস্থায়ী হয় না!!
সব বন্ধুরা খুশী।
সবার মুখে হাসি।
একফোঁটা এ্যলকোহল ছাড়া ও যে একটা গোটা দিনের পিকনিক আয়োজন সম্ভব এই পঞ্চাশ ঊর্ধ মানুষ দের নিয়ে এটা আমাদের প্রাক্তন ৮৫র গর্ব।
সব কিছুর মধ্যে লুকিয়ে আমাদের ভালোবাসা।
এই টান টেনে রাখে সবাই কে।
খারাপ লাগছে।
যদি আজকের ফুরিয়ে যাওয়া দিন টা আবার আগামী কাল ফিরে আসতো!!