পিঁপড়ের সারি
শুভজিৎ বন্দোপাধ্যায়
পিঁপড়েরা সারি বেঁধে যাচ্ছে
মুখে সামান্য সন্চয়,
গুটি গুটি পায়ে লাগাতার শুধু চলা।
মা বলতেন, ঐ এলো,
কি এলো মা?
কি আবার, ঝড় বৃষ্টি বিপদ।
লাইন দিয়ে, সারি দিয়ে চলতে থাকলে
বিপদের লক্ষণ হয়,
ঝড় বাদল হয়, ভেঙে যায় যত কিছু?
জানাই ছিল না।
সেই টা প্রথম দেখালো, চেনালো,
চেতনায় নিয়ে এলেন, মা।
তাড়াহুড়োয় জামা কাপড় তোলা
আচার, জোয়ান, আমতেল
হুটোপুটি করে সে এক মজার খেলা
সেই বয়সে,
যখন সব কিছুতেই মজা,হাসি
কারণ অকারণ।
এই হাঁসি র জন্য কতো বকুনি …
তাই এখন আর হাঁসি নেই
দেতো হাঁসি যত দাঁতের ফাঁকে তে চাপা।
পিঁপড়ের মতো মানুষের দল
সার বেঁধে চলে আজ ও…
মা কে মনে পড়ে,
মনে পড়ে সেই ঝড় বাদলের দিন।
শীতের পাখির মতো
মে দিবসের লাল পতাকার দল
আর নিবেদিতা দের সারি দিয়ে সরে যাওয়া।
সবাই হাঁটছে, সবাই চলছে
জীবন যে চলমান।
তারা চলতে চলতে উড়ে যায় মেঘ হয়ে।
তারা, তারা হয় কেউ পথে প্রান্তরে
কেউবা নিজেকে নিরাপদ ভাবে
ঘরের কোনে তে ফিরে।
তবে কি আমফান এসে গেছে…
না কি তার চেয়ে আরো বড়সড়ো কোনো
অবিশ্বাসের ঝড় ?
জীবনের সাথে জীবিকার আজ মুখোমুখি সংঘর্ষ।
সরকার শুধু কাগজে কলমে,
মিডিয়া ব্যস্ত বিশ্লেষণে
সমাজে এখন দূরত্ববিধি,
ভালোবাসা আর মনের ভাবটি
দূরে সরে যায় শাসনে।
শেষ হয়ে গেল , গেল গেল রব
অতিমারী ঘেরা জীবনে।
সব শেষ হওয়া শুরু হলো শেষে
লাইন দেওয়া এ জীবনে?