বিশের বিষ
শুভজিৎ বন্দোপাধ্যায়
সত্যি কি ভাই বিশ টা তে বিষ,
একুশ এলেই ভালো?
এমন ভাবনা মনের থেকে
একদম ঝেড়ে ফেলো।
সঙখ্যা কেবল বদলে থাকে
মানুষ তো আর নয়,
সুর আর অসুর সবাই সমান
লোভেই বিপর্যয়।
দোষ দেওয়া যায় সরকার কে
দোষ দাও ভগবানে,
লাভের লোভেই লুকিয়ে যে বিষ
সেই কথা কেউ মানে?
তোমার আমার মুখের ভঙ্গী
বদলে ফেলা যায়,
মনের ভিতর নিত্য ময়লা
সাফ করা বড় দায়।