pujor-kodin

পূজোর ক’দিন | Pujor Kodin

শুভজিৎ বন্দোপাধ্যায় 

পূজার ক’দিন বড় রাস্তায়

 অটোর দৌড় বন্ধ।

পূজার কদিন বড় রাস্তায়

নেই হকারের গন্ধ।

পূজো মানেই একডালিয়া

রামমন্দির আর কল্যানী।

পূজার ভীড়ের সবটুকু পায়

শ্রী ভূমি আর অগ্রনী।

পাড়ার পুজোয় পাড়ার মানুষ

 হারিয়ে গেছে  রে আজ

সবাই ছোটে কলকাতা

যত বিজ্ঞাপন আর সাজ!

সোস্যাল মিডিয়া কতটা সোস্যাল

বোঝা যাবে আর ও পরে

তাড়াহুড়ো করে পোস্ট করা

আর হুড়োহুড়ির এই ভীড়ে।

আমরা সবাই দেখাতে ব্যস্ত

দেখছে না আর কেউ

সমাজ হয়েছে নির্বান্ধব-

চারিদিকে শুধু একাকীত্ব..

অশান্ত এক বিষন্নতার ঢেউ।