Result

রেজাল্ট | Result

রেজাল্ট
শুভজিৎ বন্দোপাধ্যায়

এই দূর্দিনে পাশ করে এল যারা,
যাদের রেজাল্ট একদম ই সাদামাটা
অনেক অনেক নম্বর থেকে বঞ্চিত
ভালোদের থেকে একটু তফাতে তারা।

মিডিয়োকারের অভিভাবকের দল
স্কুল শিক্ষক গৃহশিক্ষক শোনো
নম্বর গুলো শুধু ই সংখ্যা জেনো,
জীবনের চেয়ে দামী নয় তারা কোনো।

আবেগীর দল রাজপুত নিয়ে কাঁদো,
ঘুম ছুটে যায় মান্নতে কিছু হলে।
জলসা বাঙলো কোভিড মুক্ত করে,
তবেই যাদের ফুসফুসে বায়ু চলে।

তাদের বলছি – একটু সময় নিয়ে
পাশের বাড়ির ছেলের খবর ও নিও,
মা বাবা দের শান্ত থাকতে বোলো,
লেখাপড়া যেন জীবন কাড়ে না কোনো।

দেখলে তো ভাই মহামারী কাকে বলে,
বিপদের মুখে ভরসা জোগায় কারা,
মান্নত আর জলসার যতো রাজপুত
তাদের কেবলই স্বপ্নেতে চলাফেরা।

পাড়ায় যে ক’টা কম নম্বর পাওয়া,
একটু বখাটে- বিড়ি সিগারেট টানে।
সকাল বেলার সেই ফুল ঝরে গেলে
তছনছ হবে জেনো সমাজের মানে।