রং
শুভজিৎ বন্দোপাধ্যায়
ভালবাসার মন টা
চেনেনা রং, বা বসন্ত কোন টা।
চোখ বলে দেয় মনের কথা
আবীর, হোলি তো বাহানা…
রং টা চোখেই থাকনা।
হাসি যখন মনের থেকে আসে
কথা লুকোয় ঠোঁটের ফাঁকে ফাঁকে
ব্যস্ত সময় হারায় যে তার গতি
অবুঝ মন আর কিছুই বুঝতে চায় না
সময় মেনে,হিসেব করে আর যাই হোক
ভালবাসাবাসি হয় না।
ভুলে আছি ভীড়ের মাঝে দিনের কাজে
তাই বলে কি ভুলেছি সব, মোটেই না।
কবিতা লেখা নাই বা হলো ছন্দে
ভাললাগা সব ভালবাসা হয়ে ফোটে না।
আমার মন টা আমার মতোই থাকবে
পায় বা না পায় তেমনি রসিক সঙ্গ,
আমার চোখ টা ভালবাসাই খুঁজবে
চোখের তারায় আলোর যতো রঙ্গ।