সঙ্গদোষ
শুভজিৎ বন্দোপাধ্যায়
সঙ্গত্যাগে কি সঙ্গদোষ টা কাটে?
বন্দুক ছেড়ে দিলেই কি হয় সাধু?
ব্যাপারটা যদি এতই সহজ হবে
খুন টুন করে হাত ধুয়ে ফেলো শুধু।
লেখাপড়া শিখে চাকরি জোগাড় শক্ত
রোজগার করা হয়েছে যে জলভাত
কলার টা ধরে পুরে দাও পেটে দানা
মাথার দুপাশে আশীর্বাদের হাত।
মূল্যবোধ আজ রেশন দোকানে মেলে
আলু, পেঁয়াজ আর সাধারণ লোকে খায় না
নেহাতই যদি বা মরতেই শখ হয় তো,
একবার বলো,সরকার কিছু দেয় না।
Nice.