Shrabon

শ্রাবণ রে.. | Shrabon Rey

শ্রাবণ রে..
শুভজিৎ বন্দোপাধ্যায়

শ্রাবণের সাথে আমার ভীষন ভাব,
শ্রাবণের ধারা ভরা লাল নদী প্রেম,
কোয়েলের সাথে কোয়নার মিল হয় না
কারো কারো কাছে পুরোটাই লেনদেন!
নদী আর গাছে আমার মনের বাসা,
প্রজাপতি আর জলফড়িঙের মতো
ভালবাসা টানে শ্রাবনের ধারা হয়ে
নদী বয়ে যায় চোখের জলেতে শত।
দু চোখের দেখা শুধু দেখা নয়,
মন দিয়ে দেখ দেখি,
বুক ভেজা শুধু আঝোর শ্রাবণ,
অনুভবে অনুভূতি।
হারিয়ে গিয়েও ফিরে আসে ধারা
জলভরা মেঘ নিয়ে,
এ আকাশ এই মেঘ নদীপথ
সীমানা না মানা হয়ে।