sidi

সিঁড়ির খেলা | Sidi r khela

            সিঁড়ির খেলা
    শুভজিৎ বন্দোপাধ্যায়

ছাদের উপর দিলাম সিঁড়ি স্বর্গে যাব বলে
সমুদ্রে আজ ভাসাই ভেলা ওপার যাবার ছলে।
মিথ্যা জেনেও পাগলামি আর জীবন জোড়া ভেল্কি
হাতের আড়াল দিয়ে বাঁচাই চোখের ধারার উল্কি!!
জীবন শুধুই মায়ার খেলা ছায়াছবির চলা
আলো নেভা অন্ধকারে গাঁথি আলোর মালা।