Star talks

তারাদের কথা | Star talks

তারাদের কথা
শুভজিৎ বন্দোপাধ্যায়

ভাবি না,
তবুও কিছু মন আছে,
টেলিপ্যাথি হয়ে মনে মনে জুড়ে থাকে।
তারার মতোই মহাকাশ জুড়ে
জোনাকি আলোর ফুলকি
হঠাৎ ঝিলিক দিয়ে যায়,
মন টা আঁধার হয়ে এলে।
কেউ হাঁসি দিয়ে, কেউ বা কথায়,
বাকি তারা সব ই স্মৃতির পাতায়।

যা কিছু আমি ভালবাসি
জল পড়া, কিন্তু নাগাড়ে বৃষ্টি নয়,
মেঘ, নদী,বিশাল মাঠের শেষে
সবূজে সবূজে টানা অশেষ লাইন!
ঝাপিয়ে পড়া সমুদ্রের বিশাল ঢেউ ও
উল্টেপাল্টে দেয় মূহুর্তে আমায়..
কি আনন্দ! হঠাৎ ই ছোট হয়ে যাই,
ফিরে পাই শৈশব
নোনা জল মুখ ভরে নিয়ে।

আমি ভালবাসি এভাবেই
ওল্টাতে পাল্টাতে অচেনা শাসনে,
কপট রাগে, “না” বলায়,
নয়তো চোখের শাসনে,
জীবনের শেষ দেখা, শেষ বারে করা
এক ই অনুরোধ শেষ হয় অবশেষে
একদম সহজ সরল সম্মতিতে!
হোক শেষ বার – তবু
স্মৃতি হয়ে ফেরে সে বারেবার।

আমার চেতনা আর
বিনুনি বিহীন অনুভূতি
আলাদা ভাবনার ভিন্ন এক পৃথিবীতে
বেঁচে আছি আজ ও…
রাতের আকাশে জোনাকির মতো
আপাতখুদ্র ভালবাসা গুলো
জ্বলে ওঠা কালে বুঝতে পারি নি,
ধরতে চাই নি বলে।