Survival

Survival of the fittest

Survival of the fittest
শুভজিৎ বন্দোপাধ্যায়

আমার পাড়া টা তখনও অনেকটাই গ্রাম ছিল।
শীতের শেষে একদল সাঁওতাল দুপুরের দিকে আসতো একটা পাতলা লম্বা জাল আর হাতে ভাঙা টিন আর লাঠি নিয়ে।
ভবানীধামের মাঠের একপাশে সেই দুই তিন ফুট উঁচু লম্বা জাল মাঠের উপর দুই দিকে দুই গাছের সঙ্গে বেঁধে দিত।
তার পর জঙ্গলে লাঠি পেটাতে পেটাতে টিন বাজাতে বাজাতে সাঁওতালদের দল জালের দিকে এগিয়ে আসতো।
এদিক ওদিক থেকে বনবেড়াল,ভাম,বেজীর দল ছুটোছুটি শুরু করতো আর জালে এসে জড়িয়ে যেতো।
সাথে সাথে দমাদম লাঠিপেটা করে সেই সব জন্তূদের মেরে বস্তাবন্দি করে নিয়ে চলে যেত সাঁওতালদের দল।
তারা গরীব মানুষ। এসব জীবজন্তু শিকার করে পুড়িয়ে খেয়েই তাদের দিন গুজরান হতো।

* ********* * ***********

সবাই এখন ভীষন ভয় পাচ্ছে। ঢেউএর ভয়!
ভ্যাকসিন খুঁজছে।
ভিটামিন খাচ্ছে।
অক্সিজেন,অক্সিমিটার এই সব নিয়ে চলছে ছুটোছুটি, টানাটানি।
সবকিছু দেখে শুনে মনে হচ্ছে মানুষগুলো সবাই আজকের এই উন্নত প্রযুক্তির যুগে লুপ্তপ্রায় ভাম,বনবেড়াল,বেজীর দল।
একদল অতিবুদ্ধিমান বাহিনীর তাড়া খেয়ে উদভ্রান্ত আমজনতা ছুটে চলছে এদিকে ওদিকে, কেবলমাত্র বেঁচে থাকার আশায়।
যতোই ছুটছে, ততই জড়িয়ে যাচ্ছে অদৃশ্য কোনো জালে!
আশ্বাসের জাল, বিশ্বাসের জাল, স্বপ্ন দেখানোর রঙীন জালে!
তার পরের কথা গুলো নাই বা বললাম।আজ মানুষের সঙ্গে মানব সভ্যতার লড়াই।
বিজ্ঞানের সাথে বিজ্ঞাপনের লড়াই।
ভালবাসার সাথে স্বার্থের লড়াই।
দশজন ক্ষমতাবানের সাথে গোটা পৃথিবীর লড়াই।
দুঃখের বিষয়,”Survival of the fittest”
ডারউইন সাহেবের সেই বিখ্যাত উক্তি আজ ও এক ই রকমের প্রাসঙ্গিক!
End game এর থ্যানসের চিন্তা ভাবনা ও ঠিক তেমনি প্রাসঙ্গিক ও নির্ভুল।
ভুল টা ঠিক নাকি ঠিক টা ভুল, সময় ই সেই শেষ কথা টুকু বলবে।
কিন্তু শুনবে কে!!

1 thought on “Survival of the fittest”

Comments are closed.