তালের বড়া
শুভজিৎ বন্দোপাধ্যায়
দমকা বাতাস আর ইলশে গুঁড়ি বৃষ্টি
মাঠের তালগাছের পাতা থেকে
মড়মড় কচকচ শব্দ
তার পর ধপাস ধপাস..
দুটো তাল পড়লো তালপাতার ফাঁক গলে।
একবাটি মুড়ি আর
দু চারটে গরম তালের বড়া
ছেলেবেলার স্মৃতি, সেই স্বপ্নেরা…
জন্মের পর পঁচাত্তর টা রাত পার
আজ ও সেই একই রকম
রাতে জেগে দিনে ছুটে
বর্ষা, কাদা,জল কে হারিয়ে
লক্ষ্য শুধুই ….
তাল কুড়োনো আর বেচা
ফুরসৎ পেলে
ঘরের দাবায় বসে দিবাস্বপ্ন দেখা…
একবাটি মুড়ি আর
দু চারটে গরম তালের বড়া।
ছোটবেলার ছোটাছুটি গুলো
এখন বেগার খাটনি মনে হয়
লোকের কথায় এখানে সেখানে
যখন তখন খেলতে ছোটা
দিনে- রাতে..
কখনো ফুটবল তো কখনো পেটো হাতে
হয়তো খেলার মাঠে
নয়তো ভোটের।
খেলা সেরে মালা পরে চলে যায় তারা
আবার সে ফিরে আসে ছোট্ট দাবায়
অনেকটা কষ্ট আর
হাতপায়ে আঘাতের চিহ্ন নিয়ে
ঘরের দাবায় বসে দিবাস্বপ্ন দেখে…
একবাটি মুড়ি আর
দু চারটে গরম তালের বড়া।