তোমার চিহ্ন
শুভজিৎ বন্দোপাধ্যায়
তোমার চিহ্ন তোমারই ধুলোয় মিলেছে,
তোমার চিহ্ন বাতাসে তে মিশে
আকাশে বাতাসে ভেসেছে।
তোমার লীলায় লীলা খেলা শেষে
অমৃত লোকের যাত্রা,
তোমার আলোয় রঙ রস নিয়ে
মায়াবী জীবন যাত্রা।
তুমি আছো তবু দেখি তুমি নেই
খুঁজে ফিরি শুধু তোমাকেই,
তোমার মায়াতে তোমার খেলাতে
সময় ফুরায় তোমাতেই।